সিরাজগঞ্জে চালক মোতালেব হোসেনকে (৩০) গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত চালক মঙ্গলবার বিকেলে ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয় । ওনদিন রাতে তার ফোন বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে আলোকদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, তাকে উল্লেখিত স্থানে গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।