ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাউদকান্দিতে চুরির মালামালসহ ৩জন গ্রেপ্তার

দাউদকান্দিতে চুরির মালামালসহ ৩জন গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গৌরীপুর বাজারের এ্যানি টাইলস এন্ড স্যানিটারী দোকান এবং গোডাউন থেকে বিভিন্ন সময়ে চুরির ঘটনায় মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মারুকা ইউনিয়নের উজাডরখোলা গ্রামের রহমত আলীর ছেলে নাঈম (২৪), জিংলাতলী ইউনিয়নের রতনপুর গ্রামের আলম মিয়ার ছেলে মো. মানিক(২১) এবং কচুয়া উপজেলার সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস দোকানের মালিক মো. রাব্বানী(৩০)।

গৌরীপুর বাজারের এনি টাইলস এন্ড স্যানিটারী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, নাইম এবং মানিক আমার দোকানের কর্মচারী ছিল। গত ছয় মাস যাবৎ আমার দোকান এবং গোডাউনের মালামালের পরিমান এবং ক্যাশের হিসাবে মালামাল গরমিল পাইতেছিলাম। বিষয়টি নিজে নিজেই পর্যবেক্ষন করি। পরে লিখিতভাবে পুলিশকে জানাই।

আর সাচার বাজারের রাব্বানী আমার দোকান থেকে পাইকারী টাইলস নিয়ে ব্যবসা করতো। বিষয়টা এমন হয়েছে যে, দোকান থেকে যদি ৫০ কার্টুনের মেমো কাটা হলে গোডাউন থেকে চলে যেতো ১০০ কার্টুন টাইলস। এভাবে আমার প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরি করেছে এই চক্রটি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মো. আসাদুজ্জামান জানান, গৌরীপুর বাজারের পাইকারি টাইলস ব্যবসায়ী জসিম উদ্দিনের দোকান এবং গোডাউন থেকে টাইলস চুরি হয়েছে এমন অভিযোগে প্রথমে নাইম ও মানিক নামে তাঁর দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস এর দোকান ও গোডাউন থেকে মালামাল উদ্ধারসহ দোকান মালিক রাব্বানীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দাউদকান্দি,চুরি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত