চাঁদপুরে ৮৭ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ কেজি (৮৭.৫মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে শহরের কয়লাঘাট পর্যন্ত সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ হাজার ৫০০কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়। আমাদের জণগুরুপূর্ণ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।