নকলায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫১ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি
‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরাধীন সিডিসি’র জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওয়ালি উল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও আজহারুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকগন, সিনিয়র স্টাফ নার্স, নার্স, মিড ওয়াইফ, স্বাস্থ্য সহকারীগন, সিএইচসিপি ও নকলা হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসকগন, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।