সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আহসান হাবিব রায়হানকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। সে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি ব্লক গ্রামের আ. জলিলের ছেলে। র্যাব-১২’র লেফটেন্যান্ট কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২৭০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা পলাশ মার্কেটের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সে একই এলাকার চরচালা মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।