ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ মহাসড়ক পথে রুপপুর গেল ইউরেনিয়াম

বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ মহাসড়ক পথে রুপপুর গেল ইউরেনিয়াম

সিরাজগঞ্জ মহাসড়ক পথে বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়ামের প্রথম চালান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেয়া হয়েছে। এতে ঢাকা-পাবনা মহাসড়কে ৩ ঘন্টা সব ধরণের যান চলাচল বন্ধ ছিল। এ চালান হাটিকুমরুল গোলচত্বর পার হওয়ার পর ফের মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে এই চালানটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয় এবং দুপুরের দিকে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায়-রাশিয়া থেকে দেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান। ৪/৫ দিনের মধ্যেই ওই প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে মহাসড়ক পথে পাবনার রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান যাওয়ার সময় এই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ চালানটি মহাসড়ক পার হওয়ার পরে মহাসড়কে পুনরায় যানবহন চলাচল শুরু করে বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ,ইউরেনিয়াম,রুপপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত