ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

শ্রীপুরে পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন

গাজীপুরের শ্রীপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, কাউন্সিলর মাসুদ প্রধান, ভেটেরিনারি সার্জন ডা. আলী আকবর প্রমুখ। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমান জানান, প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার ছাগল ও ভেড়াকে টিকা দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এ টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

শ্রীপুর,পিপিআর,ক্যাম্পেইন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত