সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আরো একজনের মৃত্যু
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত কলেজছাত্র মোহাম্মদ মিঠু (১৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। সে বেলকুচি পৌর এলাকার রতনকান্দি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬ এ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কলেজছাত্র মোহাম্মদ মিঠু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে ৬ জনের মৃত্যু হলেও সিভিল সার্জন অফিস ৪ জনের কথা স্বীকার করেছে। এ বিষয়ে সিভিল সার্জন অভিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। তবে জেলা উপজেলা হাসপাতাল গুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। হাসপাতাল গুলোতে পর্যাপ্ত স্যালাইন রয়েছে। গুরুতর অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ রোগ প্রতিরোধে জেলা উপজেলায় সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে এবং পৌরসভাগুলোও এ রোগ প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।