ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ

ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ

পাবনার ভাঙ্গুড়ায় ৫ জুয়াড়িকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গুড়া থানা পুলিশ শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মোঃ আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ভেড়ামারা পূর্বপাড়া গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে মইনুল হাসান (২৪), একই গ্রামের মৃত ইকরাম সরকারের ছেলে নায়েব আলী (৩০), মৃত নুরুর ছেলে লাল চাঁদ (৩০), চক্রপাড়ার মৃত হাসেন সরদারের ছেলে হযরত আলী (৩০), ও মৃত হাসেন সরদারের ছেলে জাকিরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চক্রপাড়ায় মো. আলতাব আলীর ডিপ কলের ঘরে জুয়া খেলা চলছে এমন খবরের ভিত্তিতে শনিবার ভোর রাতে থানার ভাঙ্গুড়া থানার ওসি আলহাজ্ব মো. রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিঃ) মঞ্জুর আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ আমিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ জন জুয়াড়িকে আটক করে । এসময় সেখানে জুয়াড়িদের খেলায় ব্যবহৃত ১০৪ টি তাস, নগদ ৫,৫০০ টাকা ও ২ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রজু করে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে। জুয়াড়ীদের বিরুদ্ধে এ ধরণের চলমান অভিযান আগামীতে অব্যহত থাকবে।

ভাঙ্গুড়া,জুয়াড়ী,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত