ভাতার দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ২১:০৭ | অনলাইন সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

ডিপ্লোমা ইন্টার্ন ও মিডওয়াইফদের ভাতা প্রদানের দাবিতে গোপালগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা।

অজ মঙ্গলবার(৩ অক্টেবর) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসুচি পালন করে।কর্মসুচিতে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপরতঃ নার্সরা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন গোপালগঞ্জ শাখার সভাপতি তুষার মোড়ল, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপরতঃ নার্স ইসরাত জাহান চাদনী, রিমা বেগম, হিমেল রায়, সুস্মিতা মিত্র, তমা বাড়ৈ প্রমুথ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, জন সাধারণের স্বাস্থ্য সেবা দিতে দিন রাত সমান ভাবে দাযিত্ব পালন করলেও আমরা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা থাকলেও ইন্টার্ন চলাকালীন কোন ভাতা দেযা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানালেও কোন সমাধান মিলছে না। ইন্টার্ন বিষয়ে কোন সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও তারা জানান।