ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

কাপাসিয়ায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় আজ বুধবার সকালে কাপাসিয়া—টোক সড়কের জলপাইতলা বাজারের পাশে দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নুরুল আমিন (৩২) ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এলাকাবাসি কিশোরগঞ্জ গামী জলসিড়ি পরিবহনের গাড়ি নং (৩৮৬৮) ঘাতক বাসটি আটক করে। কিন্ত ড্রাইভার ও সহযোগি পালিয়ে যায়।

জানাযায়, নুরুল আমিন বাড়ি থেকে তার মোটর সাইকেলটি চালিয়ে মাদ্রাসা যাবার পথে জলপাইতলা বাজারের কাছে এলে বাসের সাথে এ দুর্ঘটনায় পড়েন। এতে তার মোটর সাইকেল ধুমড়েমুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে। মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল আমিন টোক নগর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র এবং পাশ^র্বর্তি মনোহরদী উপজেলার কোচের চর এলাকার মাদ্রাসা শিক্ষক ছিলেন। তার ৬ বছর ও আড়াই বছরের দুটি ছেলে সন্তান রয়েছে এবং স্থানীয় টোক বাজারের পাশের মসজিদে ইমামতিও করতেন। থানার ওসি এ এইচ এম লুৎফুল কবির জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করারর অনুমতি দেয়া হয়েছে।

মর্মান্তিক,মাদ্রাসা,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত