ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় প্রশাসন-বনবিভাগের অভিযানে স'মিল উচ্ছেদ ও কাঠ জব্দ

উখিয়ায় প্রশাসন-বনবিভাগের অভিযানে স'মিল উচ্ছেদ ও কাঠ জব্দ

কক্সবাজারের উখিয়ায় অবৈধ করাতকলসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বনবিভাগ। তার৷ ধারাবাহিকতায় বুধবার (৪ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কাঠ চিরাইয়ের খবরে উপজেলা রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া আতুরা মার্কেট ও ঘোনারপাড়ায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বনবিভাগ।

উখিয়া থানা পুলিশ ও উখিয়া রেঞ্জের সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ। অভিযানে দুটি স'মিল উচ্ছেদ ও কাঠ জব্দ করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম বলেন, "উখিয়া রেঞ্জের সদর বিটের এলাকায় অভিযান পরিচালনা করে দুটি স'মিল ও কাঠ জব্দ করে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহ আহমদ। প্রাথমিকভাবে জানা যায়, সমিলের মালিক ফলিয়াপাড়া এলাকার শামসুল আলম, দেলোয়ার ও ছৈয়দ নুর। তথ্য উপাত্ত সংগ্রহ করে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালেহ আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুটি অবৈধ স'মিল উচ্ছেদ ও কাঠ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সদর বিট অফিসার সাজ্জাদ, দোছড়ি বিট অফিসার রাকিব, থাংখালি বিট অফিসার বিকাশ দাশ, ওয়ালা বিটের ইমদাদুল হাসান রনি।

উখিয়া,স'মিল,অভিযানে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত