ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার 

সিরাজগঞ্জে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় চত্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

তারা হলো, উল্লাপাড়া উপজেলার ঘোনাগানজানী গ্রামের রমজান আলী (১৯), মাসুদ রানা (২৯) ও সলংগা থানার হাটিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (২২)।

র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫টি চোরাই মোবাইল ফোন ও ২২ টি চার্জার উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত