সংসদে এমপি জাফরের দাবি উত্থাপন

কক্সবাজারে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ মঞ্জুরি কমিশনের

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৫৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

জাতীয় সংসদের অধিবেশনে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম কর্তৃক উত্থাপিত কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশের মধ্য দিয়ে সেই দাবি পূরণ হচ্ছে দণি চট্টগ্রাম ও কক্সবাজার জেলবাসীর। সুপারিশপত্রে কমিশন জানিয়েছে- বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’।

এই নামে কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গতকাল বুধবার (৪ অক্টােবর) সুপারিশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন থেকে এই সুপারিশসহ মতামতও প্রদান করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

সুপারিশকৃত কক্সবাজার বিশ্ববিদ্যালয়ে ভৌগোলিক অবস্থান বিবেচনায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সমুদ্র বিজ্ঞান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান বিষয়কে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একই সুপারিশপত্রে জয়পুরহাট, ভোলা, নড়াইল, রাজবাড়ী, রংপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, বরগুনাসহ দেশের মোট ৯ টি জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়েছে।