ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সাঁথিয়ায় ভারী বৃষ্টিপাতে সড়কে ধস

সাঁথিয়ায় ভারী বৃষ্টিপাতে সড়কে ধস

ভারী বৃষ্টিপাতের ফলে পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়নের এদ্রাকপুর মৌজাস্থ রেলওয়ের বাইপাস সড়ক ধ্বসে গেছে । সড়কটি দ্রæত সংস্কারের দাবী এলাকাবাসীর।

জানা গেছে, কাশিনাথপুর ডাবতলা থেকে কাশিনাথপুর রেলওয়ের সড়কের হেদায়েত গ্রামের মোড়ে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) টানা ভারী বর্ষণে এমন হয়েছে মনে করছেন অনেকে। এলাকাবাসীর ধারণা, রাস্তার ভেতর দিয়ে ইঁদুরের গর্ত থাকায় সেখান দিয়ে পানি গিয়ে এমনটা হয়েছে।

এ ব্যাপারে ০২ নং ওয়ার্ডের সদস্য সাজিবুল হাসান সুজন বলেন, সড়কের দু’পাশেইে ভাঙ্গা এ কারণে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। স্টেশনে যাওয়ার জন্য রাস্তার ডানপাশে জায়গা রয়েছে। পাশ দিয়ে একটু সাবধানে যেতে পারবে। তিনি বলেন,রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। খুব দ্রæতই এটা ঠিক করা হবে।

এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এ সড়কটি পাকশী রেলওয়ে অধিদপ্তরের। শুক্রবার পাকশী রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি

ধস,বৃষ্টিপাত,সড়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত