ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে শহরের বাজার স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলো, কুড়িগ্রামের কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব মিয়া (২৮) ও রাজারহাট উপজেলার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৫)।ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেণ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) বিপিএম (বার) দিক নির্দেশনায় শুক্রবার ভোররাতে শহরের বাজার স্টেশন এলাকায় ডিবি পুলিশ অবস্থান নেয়। এ সময় পিকআপভ্যানকে আটক করা হয় এবং পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,গাঁজাসহ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত