সোনাগাজীতে স্বর্ন দোকানে ডাকাতি ও হত্যা পরিকল্পনাকারী গ্রেফতার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ২০:৩৪ | অনলাইন সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে দিনে দুপুরে স্বর্ন দোকানে ডাকাতি ও দোকানী অর্জুন ভাদুরীকে হত্যা মামলার পরিকল্পনাকারী দুলাল চৌধুরী (৪২) কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকার কদমতলী থানার জুরাইন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের আবদুছ সালামের ছেলে।
র্যাব জানায়, ২০২২ সালের ৩০ অক্টোবর দুপুর দুইটার দিকে চরচান্দিয়া ইউনিয়নের জমাদার বাজারে দোকানী অর্জুন ভাদুরীকে কুপিয়ে, এলোপাথাড়ি বোমা ফাটিয়ে ডাকাতদলের সদস্যরা প্রায় প্রায় ৮০ লাখ টাকার স্বর্ন লুটে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় অর্জুন ভাদুরী মারা যায়। পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে এর আগে আরও ছয়জন আসামিকে গ্রেফতার করেছিল। তাদের স্বীকারোক্তি ও তদন্তে বেরিয়ে আসে দুলাল চৌধুরীর নাম।