ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেরোবি ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বেরোবি ও বিসিএসআইআর এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়(বেরোবি) রংপুর এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (০৯ অক্টোবর, ২০২৩) সকালে রাজধানীর বিসিএসআইআর কার্যালয়ের মিটিং রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকবৃন্দ গবেষণা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট দক্ষতা অর্জন করার সুযোগ পাবে এবং পারস্পারিক সহযোগিতার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, বিসিএসআইআর-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আফতাব আলী শেখ, বেরোবি রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিজন মোহন চাকী, বিসিএসআইআর সচিব শাহ্ আবদুল তারিকসহ সংস্থাটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শাখার গবেষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত,চুক্তি,সমঝোতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত