ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সহ আরএসও'র ৩ সদস্য আটক

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সহ আরএসও'র ৩ সদস্য আটক

মিয়ানমারের বিচ্ছিন্নবাদি সংগঠন 'রোহিঙ্গা সলিডারিটি আরগানাজেশন (আরএসও)' এর ৩ সদস্যকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে এপিবিএন পুলিশ।

রবিবার দিনগত রাত দেড় টার দিকে কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ে পাশে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর।

আটকরা হলেন, ওই ক্যাম্পের মনির আহমেদের ছেলে কামাল হোসেন (২৭), আবদুর শুক্কুরের ছেলে অজিউর রহমান (১৮), তাজিমুল্লার ছেলে মুজিবুর (১৮)।

উদ্ধার করা হয়েছে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান বন্ধুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি।

১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর জানিয়েছেন, গোপন সংবাদের ভিওিতে উনচিপ্রাং ক্যাম্পের সি/৫ ব্লকের পাহাড়ের ঢালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্র ও গুলি সহ ৩ জন রোহিঙ্গা আটক করা হয়। আটকরা স্বীকার করেছে তারা আরএসও নামের রোহিঙ্গা বিচ্ছিন্নবাদি সংগঠনের সদস্য।

এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

আটক,সদস্য,গুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত