সিরাজগঞ্জে জামায়াতের দুই নেতা গ্রেফতার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ১৮:৫৯ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলার ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর ও জানপুর মহল্লার এ্যাডঃ মাসুদুর রহমান, মোস্তাফিজুর রহমান। তারা জেলা জামায়াতের সূরা কমিটির সদস্য । সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামসহ ওই ২ জনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোববার সকালে শহরের নিউ ঢাকা রোডে ঝটিকা মিছিল বের করে।
এ মিছিলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও কেন্দ্রীয় আমির ডা. শফিকুল ইসলামসহ জামায়াতের নেতাকর্মীদের মুক্তির দাবিতে শ্লোগান দেয়া হয়। এ মিছিল মালশাপাড়া কবরস্থানের কাছে গিয়ে শেষ হয়ে স্টেডিয়াম রোড দিয়ে মিছিলকারীরা দ্রæত পালিয়ে যায়। রোববার রাতে শনাক্তের পর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।