ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু, আহত-২৪

ঠাকুরগাঁওয়ে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু, আহত-২৪

ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নের ফারাবাড়ি সড়কে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

রোববার (৯ অক্টোবর) দুপুরে আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামে সবজির ট্রাক উল্টে এ ঘটনা ঘটে। তারা সকলেই শ্রমিক বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।

নিহতরা হলেন সহিবর হোসেন (৪২) ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে, আশরাফুল ইসলাম (৩০) একই গ্রামের হামিদুল হকের ছেলে।

আহতরা হলেন রাজু (২১) সদর উপজেলার কহরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে, জলিল (২৫) একই গ্রামের নজরুল ইসলামের ছেলে, রবিউল (২২) ইসমাইল হোসেনের ছেলে, মোমিন (২২), সৈকত (৪০), নাসিরুল ( ১৮), মিন্টু (৪০), মহিবুল্লাহ (২১), নয়ন (২১), লিটন (২২), নাজিমুল (২২), মাহাবুব (৩০), মঞ্জুরুল (২৩)। বাকীদের পরিচয় পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সূত্রে জানা যায় রোববার দুপুরে ফারাবাড়ি এলাকায় ট্রাকে সবজি বোঝাই শেষে ঠাকুরগাঁও শহরে আসার পথে দক্ষিণ বটিনা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লেগে উল্টে যায়। ট্রাকে থাকা শ্রমিকরা চাপা পড়লে এতে অনেকেই গুরুতর আহন হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর সময় দুই জনের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন একটি সবজি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিকরা সকলেই আহত হন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। রংপুরে নিয়ে যাওয়ার পথে দুই জনের মৃত্যু হয়।

আহত,মৃত্যু,ট্রাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত