নেত্রকোণার বারহাট্টায় একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় দুইদিন আগে নিখোঁজ ব্যক্তির আজো সন্ধান পাওয়া যায়নি। গত রবিবার (৮ অেক্টোবর) রাতে উপজেলার ধনাইখালি নদির সাহতা গ্রাম এলাকায় একটি বালুভর্তী নৌকার (ট্রিমার) ধাক্কায় ওই যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকার সামানিয়াকান্দা গ্রামের মোকসুদ আলীর ছেলে সেলিম মিয়া (৫০) নামের একব্যক্তি নিখোঁজ ও অপর ৪ব্যক্তি আহত হন। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিখোঁজব্যক্তির সন্ধান মিলেনি।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় সাহতাবাজার থেকে সেলিম মিয়াসহ ৫ ব্যক্তি একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকা নিয়ে সামানিয়াকান্দা গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রিমারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৪ ব্যক্তি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সেলিম মিয়া নিখোঁজ হন। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরীরা সোমবার দিনভর চেষ্ঠা চালায়। মঙ্গলবার সাড়ে ৫টা পর্যন্তও হতভাগার সন্ধান মিলে নাই। এদিকে নদীরপাড়ে অপেক্ষা করছেন তার স্বজনরা।
ওসি খোকন কুমার সাহা বলেন, “ডুবে যাওয়া ট্রলারটিকে শনাক্ত করা হয়েছে ৷নিখোঁজ হওয়া যাত্রীর এখনও সন্ধান পাওয়া যায়নি।