সিরাজগঞ্জে শাহজাদপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নাসিম উদ্দিন মালিথা পরিষদের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম।
তিনি নাসিম উদ্দিন মালিথার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে বলেন, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, সমাজসেবক ও রবীন্দ্র গবেষক এবং সর্বোপরি একজন ভালো মানুষ। তাঁকে হারিয়ে রবি একজন স্বজন হারিয়েছে। তিনি মানুষের হৃদয়ে ছিলেন, আছেন এবং আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। তাঁকে একজন পূর্ণাঙ্গ সফল মানুষ হিসেবে মনে করি। কারণ তার পরিবারের সদস্যরা দেশের জন্য কাজ করছেন। মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহতালার কাছে আমাদের অশেষ ফরিয়াদ মহান আল্লাহ তা'আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
এ স্মরণসভায় প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিবারের সদস্যসহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাবলু, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, রবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, বনিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।