ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ রহমতুল্লাহ (৩৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।

আটক রহমত উল্লাহ, ২০ নম্বর ক্যাম্পের জাকারিয়ার ছেলে।

অভিযানে ১টি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ৪টি সীম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম বটতলী ঠান্ডাজোড়া এলাকায় একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুর্ধর্ষ সন্ত্রাসী পাহাড়ী ডাকাত ও রোহিঙ্গা ক্যাম্পে আতংক সৃষ্টিকারী রহমতুল্লাহকে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রহমতুল্লাহ আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরের সাধারণ নাগরিকদের অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে। একই সাথে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এছাড়াও সে দীর্ঘ দিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সু-কৌশলে পাহাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

উখিয়া,অস্ত্র,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত