ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর বাজার মাঠে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার নারী পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ এ খেলা উপভোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয়দের উদ্যোগে আয়োজিত বুধবার প্রায় দিনভর এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো নজরুল হাসান মানিক (অব:)। এ খেলায় পুরো এলাকা জুড়ে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত দর্শকদের মনমুগ্ধ করে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা সোরাভ আলী সরকার, আব্দুল কাদের দুলাল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) আতাউর রহমান, সার্জেন্ট (অবঃ) সাবেদ আলী প্রমূখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ’লীগ নেতা মোজারুল ইসলাম। সন্ধ্যায় এ খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, প্রায় ৫৫ বছর ধরে ওই বাজার মাঠে গ্রাম বাংলার এ লাঠিবাড়ি খেলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এলাকাবসীর উদ্যোগে এ বছরও এ খেলা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ,লাঠি,খেলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত