সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিশাল উন্নয়ন শোভাযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে শাহজাতপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন। এরআগে এক সমাবেশে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এ উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।