ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

“মুজিব: একটি জাতির রূপকার" বায়োপিক প্রদর্শণ শুরু হবে ১৩ অক্টোবর 

“মুজিব: একটি জাতির রূপকার

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে ‘মুজিব-একটি জাতির রূপকার' চলচ্চিত্রটি আগামী ১৩ অক্টোবর ২০২৩ তারিখে দেশব্যাপী মুক্তি পাবে। মুক্তির প্রথম দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্মৃতিধন্য জেলা গোপালগঞ্জে দুইটি স্থানে বিনামূল্যে চলচ্চিত্রটি প্রদর্শণ করা হবে।

আজ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, গোপালগঞ্জে কোন আধুনিক মানের সিনেমা হল নেই। চলচ্চিত্রটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধনের দিন হতে গোপালগঞ্জ জেলা সদরের ৭০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ‘শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন' এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩০০ আসন বিশিষ্ট উপজেলা মিলনায়তনে সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রদর্শনীতে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।

তিনি জানান, বাংলাদেশের ৬০ শতাংশ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এ বায়োপিকের শুটিং ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে শুরু হয়; আর শেষ হয় একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে। সিনেমাটি শুক্রবার (১৩ অক্টোবর) সারাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির পরিচালক ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর ভাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার পাশাপাশি জাতির সঠিক ইতিহাস বুঝতে “মুজিব: একটি জাতির রূপকার" চলচ্চিত্রটি প্রদর্শনী সফল করার জন্য ব্যাপক প্রচারণা চলছে।

তিনি আরও জানান, গোপালগঞ্জের শেথ ফজলুল হক মনি অডিটোরিয়ামে ১৩ অক্টোবর বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম শো এবং ২য় শো হবে সন্ধ্যা ০৬.৩০ ঘটিকা হতে রাত ০৯.৩০ ঘটিকা পর্যন্ত। ১৪ অক্টোবর হতে ১৯ অক্টোবর পর্যন্ত বিকাল ৬ টা ৩০ হতে রাত ৯ টা ৩০ পর্যন্ত ১টি করে শো দেখানো হবে।

এদিকে টুঙ্গিপাড়ার উপজেলা মিলনায়তনে ১৩ অক্টোবর সন্ধা ৬.৩০ থেকে রাত ৯.৩০ পর্যন্ত ১ টি শো এবং ১৪ হতে ১৯ অক্টোবর পর্যন্ত সকাল ০৯.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা দুপুর ১২.০০ টা পর্যন্ত একটি করো শো দেখানো হবে।

বঙ্গবন্ধু,জেলা প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত