ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশায় বাসের ধাক্কায় সুমি আক্তার(২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন জেবিন আক্তার নামে এক স্কুল শিক্ষিকা সহ আরও চারজন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কানুরামপুর- ত্রিশাল আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের সরদার বাড়ির খোকন মিয়ার মেয়ে। সে গফরগাঁও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, অটোরিকশা করে যাত্রীরা মধুপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা শালবন নামে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় কলেজ ছাত্রী সুমি আক্তার। জেরিন নামে এক স্কুল শিক্ষিকাসহ আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহমেদ জানান, একজন নিহত ও চারজন আহত হয়েছেন। উত্তেজিত জনতা বাসটিতে আগুন দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।