মতবিনিময় সভায় ব্রিগেডিয়ার জেনারেল নজরুল
দেশে উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো. নজরুল হাসান মানিক (অব:) বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিন। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, পরিকল্পিত উন্নয়ন, সমৃদ্ধি ও স্মার্ট রায়গঞ্জ- তাড়াশ- সলঙ্গা গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকার ওই আসনে তাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। স্থানীয় সাবেক ইউপি মেম্বার আবু তাহের সরকারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ'লীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আলী রুবেল, আ’লীগ নেতা আব্দুল কাদের দুলাল, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আতাউর রহমান, সার্জেন্ট (অবঃ) সাবেদ আলী প্রমূখ। এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।