পুরষ্কার বিতরণ করলেন ডেপুটি স্পিকার
সিরাজগঞ্জে আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ২০:০৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে শহীদ এ. কে শামসুদ্দিন আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় তাড়াশ উপজেলা কে ১- ৩ গোল ব্যাবধানে পরাজিত করে আবারো চ্যাম্পিয়ান হয় সিরাজগঞ্জ সদর উপজেলা দল । সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার বিকেলে সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
খেলা শেষে সন্ধ্যায় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক টুকু এবং তিনি খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মাছুদ রানা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল মজিদ, আব্দুল ওয়াহাব, ফারজানা সিদ্দিকী অপু, প্রশাসনিক কর্মকর্তা নূরন্নবী খান জুয়েল প্রমুখ।
এ খেলার ফিরোজ ইসলাম, জাহিদুজ্জামান কাকন, তরিকুল ইসলাম, শাহিন হোসেন রেফারির দায়িত্ব পালন করেন এবং খেলার ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল মাহমুদ এবং অতিথি ধারাভাষ্যকার খোরশেদ রায়হান।