ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যূ

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যূ

নেত্রকোণার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে বেগম আক্তার (৫০) নামের এক নারীর মৃত্যূ হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনের বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পশ্চিমপার্শ্বে বৃহস্পতিবার দিবাগতরাতে এই ঘটনা ঘটে। বেগম আক্তার বারহাট্টা উপজেলার জীবনপুর গ্রামের মোকশেদ আলীর স্ত্রী এবং এলাকার দারিয়াপুর গ্রামের উমেদ আলীর মেয়ে।

মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের স্বামী মোকশেদ আলী ও স্থানীয়রা জানান, বেগম আক্তার কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। তিনি বুধবার (১১ অক্টোবর) দিবাগতরাত তিনটার দিকে সকলের অলক্ষ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর স্বজনরা তার খোঁজে বিভিন্ন এলাকায় লোক পাঠায়। বৃহস্পতিবার দিবাগত রাতে বারহাট্টা রেল স্টেশনের পশ্চিম পাশে তার মরদেহ পাওয়া যায়। তিনি মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী (২৬৩ আপ) চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বলে অনেকে জানিয়েছেন। মৃতকালে তিনি স্বামী ছাড়াও ২ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। ছোট ছেলে মাসুদ (১২) তার মায়ের মাথায় দোষ ছিল বলে জানায়।

মৃত্যূ,নারী,ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত