ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে ১০ লাখ টাকার কম্পিউটার সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার পিতা পুত্র

রংপুরে ১০ লাখ টাকার কম্পিউটার সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার পিতা পুত্র

রংপুরে অভিনব কায়দায় এনজিও’র ট্রেনিং সেন্টারের কম্পিউটার সামগ্রী চুরির মামলায় ২ আসামী গ্রেফতারসহ চুরি যাওয়া ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, হাসিবুল হাসান আলিফ নামে কিশোর ওই এনজিওতে প্রশিক্ষণ নেওয়ার সুবাদে সেন্টারের সকলের সাথে সুসম্পর্ক গড়ে তুলে তালার নকল চাবি তৈরী করে।

গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে আলিফ কৌশলে ট্রেনিং সেন্টারে ঢুকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিভিন্ন ফ্লোরের কক্ষ থেকে ২১টি সিপিইউ, ২১টি মনিটর, ৪টি প্রিন্টার ও একটি স্ক্যানার, নগদ ৫হাজার টাকা, একটি মোবাইল সেট চুরি করে ভোরে মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করে পুলিশ । পরে বৃহস্পতিবার রাতে নগরীর সিগারেট কোম্পানী এলাকায় অভিযান করে একটি ভাড়া বাড়ী থেকে চুরির মালামালসহ আলিফের বাবা সেলিমকেও আটক করে পুলিশ। এনিয়ে মামলা হলে বৃহস্পতিবার পুলিশ আলিফ ও তার বাবা সেলিম আহম্মেদকে গ্রেফতারসহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করে।

পুত্র,পিতা,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত