নেত্রকোণা শহরের বৈদ্যূতিক পণ্যের দোকানে মদ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ

  নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা শহরের একটি বৈদ্যূতিক পণ্যের দোকানে মদের মওজুদ পাওয়া গেছে। এই ঘটনায় মিঠুন চৌধুরী (৩২) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মিঠুন জেলাসদরের বলাই-নগুয়া মহল্লার মনোরঞ্জন চৌধুরীর ছেলে। আজ শুক্রবার সকালের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে শহরের বড়বাজারের নিজস্ব দোকান থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার মিঠুনের বিরুদ্ধে বৈদ্যূতিক পণ্যসামগ্রীর আড়ালে মাদকের ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে তার দোকান তল্লাশী করে ৬টি ক্যারেটে ১৩২ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে এইসব মদের বোতল জব্দ ও মিঠুনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।