জানাযায়, শুকবার দুপুরে পরিবারের সদস্যদের চোখ ফাঁকী দিয়ে তাওহীদ বাড়ির উঠানের পাশে পুকুরে আসে। সেখানে অতিরিক্ত পানি থাকায় সে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খুঁজা খুঁজির পরে পুকুরে তাওহীদের ভাসমান লাশ দেখতে পায়। উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আয়নুল হক এ ঘটনাটি নিশ্চিত করেন।।