ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে বিএনপির অনশন কর্মসূচি

রংপুরে বিএনপির অনশন কর্মসূচি

রংপুরে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপির অনশন করেছে।

আজ শনিবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড় দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ অনশন কর্মসূচি পালন কারে জেলা ও মহানগর বিএনপি। এসময় মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুল রহমান লাকু, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজনবী ডন সহ যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান। সরকার যদি খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে না পাঠায় তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতারা।

রংপুর,বিএনপি,অনশন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত