চাঁদপুরে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনে মুসলিম নারী-পুরুষদের প্রতি নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা।
রোববার বেলা ১১ টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পাশে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জমইয়াতে হিযবুল্লাহ’র সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে যোগদান করেন চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ, এবং আইয়াম্মায়ে হিযবুল্লাহ'র নেতাকর্মী, এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও মির্জাপুর খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের ছাত্রসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।সংগঠনের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচী আমরা ফিলিস্তিনি মুসলিমদের প্রতিরোধের পক্ষে সংহতি প্রকাশ করছি। সেই সাথে আমরা মসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবিতে একত্রিত হয়েছি আজ। যাদের হৃদয়ে ছিটেফুটা ঈমান রয়েছে তারা কখনো ফিলিস্তিনি মুসলমানদের দুর্দিনে ঘরে বসে থাকতে পারেনা। আমরা ইসরাইলের এহেন কু- কর্মসহ অনৈতিকভাবে যুদ্ধ করার প্রতিবাদ জানাই।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ'র হাইমচর উপজেলা সভাপতি মাও. খাজা আহমদ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মাস্টার মো. শহিদুল্লাহ, চাঁদপুর শহর শাখার সভাপতি মুফতি মো. জিয়াউদ্দিন খন্দকার।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যুব হিযবুল্লাহ'র জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মো. হাবিবুর রহমান মোহেব্বী, সদস্য মুফতি আবু বকর বিন ফারুক ও মাও. মো. ইকবাল হোসেন, আইয়াম্মায়ে হিযবুল্লাহ'র জেলা সদস্য মুফতি আনোয়ারুল হক, জেলা ছাত্র হিযবুল্লাহ’র সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মাও. দ্বীন ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ মুসলেহ উদ্দিন সালেহী, জেলা ছাত্র হিযবুল্লাহ'র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা সভাপতি মোঃ মাইনুদ্দিন কামরাঙ্গী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. জোবায়ের। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাহবুব আলম।
এরপর ফিলিস্তিনির মুসলমানদের হেফাজতের জন্য আল্লাহর কাছে এক মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।