সাতক্ষীরায় ৩০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:০৭ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ ও সিপিজির সদস্যরা। আটক শিকারিরা হলেন উপজেলার দাতিনাখালী গ্রামের হান্নান শেখের ছেলে শামীম শেখ (৩০) ও জব্বার গাজীর ছেলে ইসমাইল (৩১)।

রোববার (১৫ অক্টোবর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাত ৯টার দিকে উপেজলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীর মুহাসীন সাহেবের হুলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৩০ কেজি হরিণের মাংসসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। 

তিনি আরও বলেন, আটক দুজনকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে রাখা হয়েছে। আজ রোববার সকালে তাদের বন্যগপ্রাণী নিধন আইনের মামলায় সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।