সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠনের জন্য জীবন বৃত্তান্ত আহ্বান করেছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে শনিবার এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেইসাথে নতুন কমিটিতে পদ প্রত্যাশীদের আগামী ৭ দিনের মধ্যে জীবন বৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্যাদি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, আহসান হাবিব খোকাকে সভাপতি ও আব্দুল্লাহ বিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০১৮ সালের ৬ মে অনুষ্ঠিত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সালের ২৭ নভেম্বর ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।