সিরাজগঞ্জে সেচ প্রকল্পে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ১৮:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা এলাকায় ক্ষুদ্রসেচ প্রকল্পের অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ওই প্রকল্পের এলএলপি সেচ ম্যানেজার আবুল কালামের বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে কৃষকেরা। মানববন্ধনে বক্তারা বলেন, ন্যায্যমূল্যে সেচ সরবরাহ নিশ্চিত করতে ওই ম্যানেজারকে অপসারণ করতে হবে। সরকারিভাবে প্রতি শতক জমিতে সেচ প্রদানের জন্য ৬০/৬৫ টাকা নির্ধারণ করা হলেও ৩ বছর ধরে ম্যানেজার নির্ধারিত ব্যয়ের চেয়ে জোরপূর্বক এই অতিরিক্ত অর্থ আদায় করছে কৃষকদের থেকে। কৃষকেরা অতিরিক্ত এ অর্থ দিতে রাজি না হলে জমিতে সেচ দেয়া বন্ধ করে দেয়া হয়। এতে বিভিন্ন ফসলি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনায় কৃষকের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ###