সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুমানী নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজ স্কুলছাত্র মহিমের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ওই নদীর মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধ্রা করে স্থানীয়রা। সে পাবনার চাটমোহর উপজেলার বেঙ্গাবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে এবং স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার চরসেন বাড়ি প্রি-ক্যাডেট স্কুল থেকে শিক্ষার্থীরা নৌকাযোগে গুমানী নদী দিয়ে আত্রাই এলাকায় শিক্ষা সফর শেষে বাড়ি ফিরছিল। এ সময় ওইদিন সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় ওই নদীতে খেয়া পারাপারের রশি ধাক্কা খেয়ে মুহিম নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে জানানো হয় এবং ওই নদীতে বহু খোজাঁখুজি করে তার সন্ধ্যান মেলেনি। রোববার সকালে ওই নদীর মোড় এলাকায় তার লাশ ভেসে ওঠে এবং স্থানীয়রা তার লাশ উদ্ধার করে তার গ্রামের বাড়ি পৌছে দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।