ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া গ্রামে প্রতিপক্ষকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে শরিফুল ইসলামকে (৩৯) গ্রেফতার পুলিশ। সে ওই উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত ইউপি সদস্যের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীরে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে জাহাঙ্গীরকে ফাঁসাতে তার বাড়িতে ইয়াবা রেখে আসেন শরিফুল। পরে তিনি থানায় খবর দেন। ইউপি সদস্যের দেয়া তথ্যমতে পুলিশ রাতেই ইয়াবা উদ্ধার ও জাহাঙ্গীরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পরদিন সকালে ক্ষুব্ধ এলাকাবাসী জাহাঙ্গীরকে মুক্ত করতে থানায় সমবেত হয়। অবস্থা বেগতিক দেখে ওসি ঘটনার সত্যতা যাচাই করতে ইউপি সদস্যকে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে ইয়াবা দিয়ে জাহাঙ্গীরকে ফাঁসানোর রহস্য বেরিয়ে আসে। পরে জাহাঙ্গীরকে ছেড়ে দিয়ে ইউপি সদস্য শরিফুলকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ফাঁসাতে,ইউপি সদস্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত