ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা হলো, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গোবিন্দপুর গ্রামের বাদশা আলম (৩৭), শিংঝার গ্রামের ইউসুব আলী (৪৪) ও বড় খাটামারি মধ্যপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৫৬)। ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় সোমবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,গাঁজাসহ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত