ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নাসিমের ম্যুরাল ভাঙচুর, বিএনপি অফিসে পাল্টা হামলা

সিরাজগঞ্জে নাসিমের ম্যুরাল ভাঙচুর, বিএনপি অফিসে পাল্টা হামলা

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর উপজেলার মেছড়া ইউনিয়ন বিএনপি অফিস পাল্টা ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ঢাকায় অবস্থান করছি। দুপুরে জানতে পারলাম আওয়ামীলীগ দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, রোববার রাতে বিএনপির লোকজন আমাদের নেতা মোহাম্মদ নাসিমের ম্যুরাল ভেঙেছে। কিন্তু তাদের অফিস ভাঙার ঘটনা ঘটেনি। সদর থানার ওসি সিরাজুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দু’পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি। এ দুটি ঘটনাই ন্যক্করজনক ঘটনা এবং দুপক্ষকে শান্ত থানার নির্দেশনা দেয়া হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিরাজগঞ্জ,ম্যুরাল,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত