ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স ও মূল্যতালিকা দেখাতে না পারায় এক হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে তাড়াশ উপজেলার মহিষলুটি ও মান্নাননগর বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় জুই অ্যান্ড জিসান স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ১০ হাজার ও মায়ের দোয়া হোটেলকে লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

জরিমানা,বিক্রি,পণ্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত