ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৩

বরিশালে ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৩

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ০৮টার আগের ২৪ ঘণ্টায় তারা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন মৃত্যু নিয়ে বরিশাল বিভাগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৪১ জন। বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৯৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বিয়ষটি নিশ্চিত করেন।

মৃতরা হলেন, বরিশালের বানারীপাড়া উপজেলার নমিতা হালদার (৩৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার সুলতান (৬৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার প্রদীপ (৪৫)।

ডা. শ্যামল কৃষ্ণ ম-ল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ৭৮৩ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৬৬৮ জন। বিভাগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯৬ জন, বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ২ জন, ভোলা সদর হাসপাতালে ৯, বরগুনা সদর হাসপাতালে ৫, পিরোজপুর সদর হাসপাতালে ১২, পটুয়াখালীর দুই হাসপাতালে ৭ ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ১০২, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৭৪, ভোলায় ৩০, বরগুনায় ৫৮ ও ঝালকাঠিতে আট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত