কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে শেখ রাসেল দিবস পালন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবুল মঞ্জুরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গতঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল ঘাতকরা।

শিশু রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালন করা হয়।