রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শারদোৎসব উদযাপন করা হয়েছে। রবির সংগীত বিভাগের আয়োজনে অ্যাকাডেমিক ভবনের গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে সোমবার সন্ধ্যায় শারদোৎসব উদযাপিত হয়। শারদোৎসবে সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, বাঙালির ছয় ঋতুর ছয় রকমের আনন্দ আছে। সব ঋতুরই একটি বিশেষত্ব রয়েছে। বিশেষ করে শরৎ এলে চারিদিকে শিউলি ফুলের সমারোহ, সৌন্দর্য ও সৌরভ মানুষকে আপ্লুত করে। মানুষের মনকে দোলা দেয় যা বাঙালিকে অসীমের সঙ্গে যোগাযোগ করবার সুযোগ তৈরি করে দেয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল অসাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সামাজিক ন্যায্যতার ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করা। এ চারটি মূলনীতির যে প্রেরণা সেটি সঙ্গে করে সামনে চলতে হবে। মহান মুক্তিযুদ্ধের সময় দেশ এবং দেশের বাইরে যারা ষড়যন্ত্র করেছিল, দেশ স্বাধীন হওয়ার পরেও তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ বিরোধী শক্তিগুলো নির্বাচন এলে মাথাচাড়া দিয়ে উঠে এবং তাদের ষড়যন্ত্র বৃদ্ধি পায়। যুবসম্প্রদায়ই পারে এসব ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করতে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যুবসম্প্রদায়ের বিশেষ ভূমিকা আছে। এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব যুবসমাজকেই নিতে হবে। রবির যুবসম্প্রদায়ের দায়িত্ব আরো বেশি। কারণ, আপনারা বাংলাদেশের মৃত্তিকালগ্ন সংস্কৃতির ধারক, আপনারা বাঙালি সংস্কৃতিকে মেলে ধরে শিক্ষা গ্রহণ করবেন। এই ঐতিহ্য যেন কোনক্রমেই বাধাগ্রস্ত না হয় সেই দায়িত্বটিও আপনাদের নিতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবি প্রতিষ্ঠা করেছেন। তিনি আপনাদের সাথে নিয়েই রবিকে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করবেন। এরআগে গীতাঞ্জলি স্টুডিও থিয়েটার উদ্বোধন শেষে তিনি বলেন, রবির স্টুডিও থিয়েটার 'গীতাঞ্জলি' রবির সাংস্কৃতিক ধারার সাথে সুধীবৃন্দের সংযোগ স্থাপন করতে পারবে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য গুণিশিল্পীরাও তাদের সাংস্কৃতিক পরিবেশনা করতে পারবেন। স্টুডিও থিয়েটার গীতাঞ্জলি হতে পারে রবির সাংস্কৃতিক চর্চা বিকশিত হওয়ার কেন্দ্র। শিক্ষার্থীরা এখানে পরিবেশনা করে নিজেদের বিকশিত করবে এবং তাদের পরিবেশনার গুণগত মান বৃদ্ধি করবে। ###