'সংবাদ পত্র' লেখা গাড়ি থেকে ফেনসিডিলসহ আটক ২ 

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারের আমিনবাজারে চেকপোস্টে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি মাইক্রোবাস থেকে ৬৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে আটক মাইক্রোটিতে এসব মাদকদ্রব্য পাওয়া যায়। 

আটককৃতরা  হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হিলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশী চলার সময় সন্দেহ হলে 'সংবাদপত্র' পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশী করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।