সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাট দিঘুলিয়ার চর গ্রামে গৃহবধূ রেহেনা খাতুনকে (২৪) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সে ওই গ্রামের সেলিম সরকারের স্ত্রী। এ ঘটনায় স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি পরিবারের বরাত দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই গৃহবধূকে নির্যাতন করে আসছিল স্বামীসহ ওই পরিবারের লোকজন। এ নিয়ে একাধিকবার শালিস দরবারও হয়েছে। আবারো যৌতুকের দাবিতে মঙ্গলবার রাতে মারপিট ও নির্যাতন করে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ রয়েছে । পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং বুধবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।