সিরাজগঞ্জে ২০ জুয়াড়ি গ্রেপ্তার, এলাকায় স্বস্তি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৪১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরী বাজারে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলো, ওই বাজার এলাকার শাকিল আহম্মেদ (২৩), আব্দুস সালাম (৪৫), হাসান মোল্লা (২২), ফুলজার হোসেন (৩৫), আবুল হাসেম (৩৬), জহুরুল ইসলাম (৪০), মোসলেম উদ্দিন (৩২), আব্দুল জব্বার (৩৮), আব্দুর রহিম (৪০), আব্দুল মান্নান আকন্দ (৫০), রুবেল হোসেন আকন্দ (৩২), মোজাম্মেল হক (৩৫), হাসান আলী শেখ (৩৫)। সলংগা থানার আগরপুর গ্রামের রুবেল হোসেন (২৫), রবিউল ইসলাম (৩৫), বাবলু হোসেন (৩০), লক্ষীপুর গ্রামের মজনু মিয়া (৩৫), আব্দুল মোন্নাফ (২৫), ভিকমপুর গ্রামের মনোর উদ্দিন (৩০), আনোয়ার হোসেন (৩৫), তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, তারা ওই বাজারে জুয়া তাস খেলে আসছিল দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার) পিপিএম (বার) দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাস খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়। এ জুয়াড়িদের গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।